রাঙামাটি, সিএইচটি নিউজ ।। রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়েনের চৌংড়াছড়ি এলাকায় সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিতে টনক চাকমা (৩২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট ২০২১) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আহত টনক চাকমা কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের চিৎমরম ঘাট গ্রামের মৃত শুক্লচার্য চাকমার ছেলে। তিনি বর্তমানে জীবতলীর চৌংড়াছড়ি গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছেন এবং জুমচাষ করে পরিবার চালান বলে জানা গেছে।
জানা যায়, আজ ভোর রাতে কাপ্তাই সেনা জোনের একদল সেনা সদস্য চৌংড়াছড়ি গ্রাম এলাকায় গিয়ে ওঁৎ পেতে থাকে। ভোরের দিকে (ভোররাত ৪টা) এলাকার কিছু গ্রামবাসী বিভিন্ন শাক-সবজি বিক্রির উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন। এমন সময় ওঁৎ পেতে থাকা সেনা সদস্যরা কোন প্রকার যাছাই-বাছাই না করে এলোপাতাড়িভাবে বাজারে যাওয়া গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এতে টনক চাকমা হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় জীবন বাঁচাতে টনক চাকমাসহ অন্যান্যরা যে যেদিকে পারে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাধারণ লোকজনের উপর এমন গুলিবর্ষণের ঘটনায় এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।