""

রাজস্থলীতে ‘মগ পার্টি’র সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ, পরে মুক্তি


রাঙামাটি, সিএইচটি নিউজ 
।। রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এলাকা থেকে কথিত ‘মগ পার্টি’র সন্ত্রাসীরা শাহীন তঞ্চঙ্গ্যা (২৬) নামে এক ব্যক্তিকে অপহরণ ও পরে টাকা-পয়সা কেড়ে নিয়ে ছেড়ে দেয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার (২৫ আগস্ট ২০২১) দুপুরে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের শিকার শাহীন তঞ্চঙ্গ্যা ঘিলাছড়ি ইউনিয়নের নারাইছড়ি গ্রামের রাপুনা তঞ্চঙ্গ্যার ছেলে।

তিনি একজন মাইক্রোবাস চালক এবং পেশাগত সূত্রে ঢাকায় থাকেন। পারিবারিক কারণে তিনি সম্প্রতি কিছু দিনের জন্য গ্রামের বাড়িতে এসেছিলেন।

জানা যায়, গতকাল বুধবার ছিল রাজস্থলী বাজারের হাটের দিন। শাহীন তঞ্চঙ্গ্যা বাজারে গেলে আনুমানিক দুপুর ১২:৩০ টার দিকে মংক্যচিং মারমা ও সবুজ মারমার নেতৃত্বে মগ পার্টির একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

পরে সন্ত্রাসীরা শাহীন তঞ্চঙ্গ্যার পকেটে থাকা ১০-১২ হাজার কেড়ে নিয়ে গতকাল বিকালের দিকে তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।






Post a Comment