বাঘাইছড়ি প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় কালা চাকমা (৩৫), পিতা- নুরুলোক্কো চাকমা নামে এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ
বুধবার (২৫ আগস্ট ২০২১) ভোররাতের দিকে (রাত ২টা) করেঙ্গাতলী সেনা ক্যাম্প থেকে
একদল সেনা সদস্য কালা চাকমার বাড়ি ঘেরাও করে এবং পরে বাড়িতে প্রবেশ করে তল্লাশি
চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয়। এ সময় সেনারা তার কাছ থেকে ইউপিডিএফ সদস্যরা
কোথায় থাকে তা জানতে চেয়ে হয়রানি করে। কিন্তু তল্লাশির পরও তারা অবৈধ কোন কিছু
উদ্ধার করতে পারেনি। পরে অশোভনভাবে গালি-গালাজ করে সেনারা ক্যাম্পে ফিরে যায়।