""

পানছড়িতে শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ



পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
।। ‘শিক্ষা সুযোগ নয় মৌলিক অধিকার, কাউকে এ থেকে বঞ্চিত করা যাবে না’ এই স্লোগানে শিক্ষা দিবস উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার খাগড়াছড়ির পানছড়িতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক নিখিল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক রিপন ত্রিপুরা ও পিসিপি’র পানছড়ি উপজেলা সাধারন সম্পাদক সুনিল চাকমা।

বক্তারা বলেন, মহান শিক্ষা দিবস বাংলাদেশে ছাত্র সমাজের একটি ঐতিহাসিক দিন। ১৯৬২ সালের এই দিনটিতে ছাত্ররা তৎকালীন পাকিস্তানের এস এম শরিফ শিক্ষা কমিশনের শিক্ষানীতি মেনে না নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। মূলত ‘টাকা যার, শিক্ষা তার’ এই নীতি প্রণয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার চক্রান্ত করেছিল। ছাত্রদের প্রতিবাদের পাকিস্তান সরকার শরিফ কমিশন শিক্ষানীতি স্থগিত করতে বাধ্য হয়।

বক্তারা আরো বলেন, সারাদেশে শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক। বাংলাদেশে কোভিড-১৯ ফলে সারাদেশে আজ শিক্ষা অবস্থা বিধ্বস্ত। তার মধ্যেই পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু জাতিসত্তার শিশুরা আজ মাতৃভাষা শিক্ষা থেকে বঞ্চিত।

তারা আরো বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ ২০০০ সাল থেকে স্ব-স্ব জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা লাভের নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবিনামা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে।

বক্তারা অবিলম্বে পিসিপির শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি নামাসহ,পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।





0/Post a Comment/Comments