""

সেটলার কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে মাইসছড়ি এলাকাবাসীর মানববন্ধন


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউপির ৩নং ওয়ার্ডের মানিকছড়ি হাজাছড়ি এলাকায় সেটলার কর্তৃক ভূমি বেদখল করে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে মাইসছড়ি এলাকাবাসী মানববন্ধন করেছেন।

আজ রবিবার (১০ অক্টোবর ২০২১) সকাল ৮টার সময় তারা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে তারা ‘ভূমি বেদখল বন্ধ কর’; ‌‘আমাদের ভূমি আমাদের প্রাণ, হারিয়ে যেতে দেবো না’; ‌‘ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ কর’; ‘পর্যটন-উন্নয়নের নামে পাহাড়িদের ভূমি বেদখল বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


মানববন্ধন চলাকালে একদল সেনা সদস্য সেখানে উপস্থিত হলে ভয়ে এলাকাবাসী তাড়াতাড়ি মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৫ ও ৬ অক্টোবর মাইসছড়ি ইউনিয়নের যুবলীগের এক নেতা তার সহযোগীদের নেতৃত্বে সেটলাররা মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মানিকছড়ির হাজাছড়ি এলাকায় (মানিকছড়ি ও নুনড়ির মধ্যবর্তী) পাহাড়িদের মালিকানাধীন ৫ একর পরিমাণ জায়গা বেদখল করে ২৫টি ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও অন্তত দু’বার সেটলাররা উক্ত জায়গাটি বেদখলের চেষ্টা চালায়।

 








0/Post a Comment/Comments