""

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ও পার্বত্য চট্টগ্রামে মুক্তিবাহিনী কর্তৃক ‘কুকিছড়া হত্যাযজ্ঞ’ দিবস

ছবিটি প্রতীকী অর্থে ব্যবহৃত

সিএইচটি নিউজ ডেস্ক ।। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের দিনটি গোটা দেশের জন্য একটি শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিন রাতের আঁধারে পাকিস্তানি হানাদাররা এদেশের শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিকিসক, প্রকৌশলী, আইনজীবীসহ সমাজে সৃজনশীলতায় অগ্রণী মানুষদের উপর হামলে পড়েছিল। হানাদাররা তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস এর সহায়তায় শত শত বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছিল। অপরদিকে, একই কায়দায় পার্বত্য চট্টগ্রামে তকালীন মুক্তিবাহিনীর সদস্যরা জুম্মদের ওপর হত্যাযজ্ঞে মেতে উঠেছিল।

’৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিবাহিনী কর্তৃক একটি নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটে খাগড়াছড়ির কুকিছড়া-গাছবান নামক এলাকায়। এদিন মুক্তিবাহিনীর সদস্যরা বেশ কয়েকজন জুম্মকে গুলি করে হত্যা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা গেছে।

উক্ত হত্যাকাণ্ডে ঠিক কতজনকে হত্যা করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে তৎসময়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ঐ এলাকার বাসিন্দা কনক বরণ চাকমা ও প্রিয় লাল চাকমা। তাদের কাছ থেকে এ ঘটনা সম্পর্কে সিএইচটি নিউজের পক্ষ থেকে জেনে নেয়ার চেষ্টা করা হয়। তাদের বর্ণনায় উঠে আসে সেদিনের লোমহর্ষক হত্যাকাণ্ডের কিছু তথ্য। পাঠক ও পার্বত্য চট্টগ্রামের জনগণকে মনে করিয়ে দেয়ার লক্ষ্যে তাদের বর্ণনায় উঠে আসা ঘটনার সংক্ষিপ্ত তথ্যগুলো আবারও তুলে ধরা হলো:

কনক বরণ চাকমা সে সময়কার সংঘটিত ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সেদিন ছিল মঙ্গলবার ১৪ ডিসেম্বর ১৯৭১ সাল। পাঞ্জাবী সৈন্য আর মুক্তিবাহিনীর মধ্যে সেদিন একটা যুদ্ধ হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যুদ্ধ চলে। যুদ্ধ শেষ হওয়ার পর টিলার উপর দিকে কালো ধোঁয়া দেখা যায়। যখন কালো ধোঁয়া দেখা গেল তখন শিরে বাপ নামে এক ব্যক্তি আমার বাবাকে বলছে দেখ দেখ কিসের কালো ধোঁয়া বেরুচ্ছে। তখন আমার বাবা তাকে বলেন বোমার আগুনে মনে হয় বাড়িতে আগুন লেগেছে। এর কিছুক্ষণ পরই মুক্তি বাহিনীর ৪ জন সদস্য আমাদের পাড়ায় আসে। আসার পর প্রথমে তারা আমার জেঠার বাড়িতে এবং পরে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। যখন আমাদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে তখন বাবা বাড়ির বাইরে ছিলেন। মুক্তি বাহিনীরা তখন বাবার কাছ থেকে জিজ্ঞেস করে, তোমার ছেলেরা কোথায়? তখন বাবা তারা লুকিয়ে আছে বলে উত্তর দেয়। মুক্তিবাহিনীরা সবাইকে বের হওয়ার নির্দেশ দেয়। তাদের নির্দেশ মোতাবেক আমার দুই ভাই বেরিয়ে আসলে মুক্তিবাহিনীরা আমাদের সবাইকে নিয়ে কিনারাম মাষ্টারের বাড়ির উঠানে নিয়ে যায়। এ সময় মুক্তিবাহিনীর সদস্যরা কিনারাম চাকমার কাছ থেকে তুমি কি কর? তুমি কি কর? বলে বার বার জিজ্ঞাসা করে। তাদের প্রশ্নের উত্তরে কিনারাম মাষ্টার আমি ডিপি, আমি ডিপি বলে উত্তর দেয়। তিনি ভয়ে নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতেও ভুলে যান। অথচ তিনি ছিলেন তখন গাছবান স্কুলের একজন শিক্ষক। এ সময় কিনারাম মাষ্টারের কাঁধে একটি গামছা ঝোলানো ছিল। মুক্তি বাহিনীর সদস্যরা তার কাছ থেকে গামছা কেড়ে নিয়ে চোখ বেঁধে দিয়ে আমাদের চোখের সামনেই তাকে গুলি করে হত্যা করে। এরপর তারা আমার জেঠাতো ভাই, আমার দুই ভাই সহ মোট ৮ জনকে গুলি করে হত্যা করে। তাদেরকে হত্যার পর আমাদের আরো অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এ সময় আমার বাবা মুক্তি বাহিনীর এক সদস্যের পায়ে পড়ে ক্ষমা চাইলে মুক্তি বাহিনীর সদস্যটি তখন বাবাকে গালে চড় মেরে মাটিতে ফেলে দেয়। এরপর আমাদেরকে সেখানে রেখে মুক্তি বাহিনীর সদস্যরা চলে গেলে আমরা প্রাণে বেঁচে যাই’।

প্রিয়লাল চাকমা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমার বাবা সহ আমি বাড়িতে ছিলাম। বাড়িতে একজন হেডম্যানের সাথে বাবা কথা বলার কারণে আমি ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হই। কিছুদূর যাবার পর পথিমধ্যে মিজোদের একটা গ্রুপকে নাগাল পাই। এসময় মুক্তিবাহিনীর একটি গ্রুপ কুকি ছড়া ক্যাম্পে অবস্থান করছিল। মিজোরা আমার কাছ থেকে নানা কিছু জিজ্ঞাসার পর ছেড়ে দেয়। অবস্থা বেগতিক দেখে আমি আবার বাড়িতে ফিরে আসি।

বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরই মিজোদের সাথে মুক্তিবাহিনীর যুদ্ধ শুরু হয়। আমরা যে যেদিকে পারি পালানোর চেষ্টা করি।ঘন্টা খানিক যুদ্ধ চলার পর মিজোরা পালিয়ে গেলে মুক্তিবাহিনীরা গ্রামে ঢুকে বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে মুক্তি বাহিনীর সদস্যরা আমার বাবাকে গুলি করে হত্যা করে। তারা আমার ভাইকেও ধরে নিয়ে যায়। তাকে আর ফিরে পাওয়া যায় নি।

একই দিনে মুক্তি বাহিনীর সদস্যরা লোকামনি, নীলমনি, বাজিবো ও পূর্ণ বিজ্ঞান চাকমাকে গুলি করে হত্যা করে। বাজিবো ও পূর্ণ বিজ্ঞান চাকমা এ সময় মাঠে গরু চড়াচ্ছিলেন। সেখান থেকে ধরে নিয়ে এসে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মুক্তি বাহিনীর সদস্যরা তাদের চার জনকে একই গর্তে কবরে দেয়। আমার বাবাকে পরে আমরা অন্য জায়গায় নিয়ে গিয়ে কবর দিই’।

এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়েই পার্বত্য চট্টগ্রামে শুরু হয় একের পর এক নারকীয় হত্যাযজ্ঞ-নির্যাতন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই হত্যাকাণ্ড থামেনি। এর ধারাবাহিকতায় কাউখালী, লোগাঙ, লংগুদু, নান্যাচরসহ পার্বত্য চট্টগ্রাম এ যাবত ডজনের অধিক গণহত্যা সংঘটিত হয়েছে। চালানো হয়েছে অসংখ্য সাম্প্রদায়িক হামলা। যা আজও অব্যাহত রয়েছে।

২০১১ সালের এই দিন (১৪ ডিসেম্বর) খাগড়াছড়ির দীঘিনালায় হত্যা করা হয় চিকন মিলা চাকমা নামে এক পাহাড়ি নারীকে। রাঙামাটি বাঘাইছড়ি এলাকায় এক মোটর সাইকেল চালকের লাশ পাওয়াকে কেন্দ্র করে সেটলার বাঙালিরা দীঘিনালার কবাখালী বাজার এলাকায় নিরীহ পাহাড়িদের উপর হামলা চালায়। এ হামলায় চিকন মিলা চাকমা গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এদিন আরো বেশ কয়েকজন জুম্ম সেটলারদের হামলায় আহত হন।

১৯৭১ সালে যুদ্ধাপরাধ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হচ্ছে। বেশ কয়েকজন কুখ্যাত যুদ্ধাপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সংঘটিত গণহত্যার বিচার তো দূরের কথা, এসব ঘটনার কোন সুষ্ঠু তদন্তও করা হয়নি। ফলে ডজনের অধিক গণহত্যা সংঘটিত হলেও এসব ঘটনায় জড়িতরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। যার কারণে পার্বত্য চট্টগ্রামে আজ্ও সাম্প্রদায়িক হামলা, নারী ধর্ষণ-নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত এসব গণহত্যার বিচার অবশ্যই হতে হবে।

এ সংক্রান্ত আরও পড়ুন:

>> প্রাণভিক্ষা চেয়েও মুক্তিবাহিনী আমাদের রেহাই দেয়নি- কমলেশ্বর চাকমা





0/Post a Comment/Comments