""

ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে দীঘিনালা ও বাঘাইছড়িতে সড়ক অবরোধ চলছে


দীঘিনালা প্রতিনিধি
।। দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক নির্যাতন চালিয়ে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা ওরফে মিলন চাকমাকে হত্যার প্রতিবাদে দীঘিনালা, বাঘাইছড়ি ও সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। ইউপিডিএফের স্থানীয় ইউনিটসমূহ এই অবরোধ কর্মসূচি পালন করছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় দীঘিনালা সেনা জোন থেকে একদল সেনা সদস্য দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালার ইউনিয়নে ১নং ওয়ার্ডের বাগানপাড়া এরাকার  মনিভদ্র কার্বারি পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা ওই গ্রামের বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা(৪৮)-এর বাড়িটি ঘেরাও করে। পরে সেনারা বাড়িটিতে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় সেনারা সেখানে চিকিসার কারণে অবস্থানরত ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলনকে সেনারা আটক করে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। এতে তার শরীরের অবস্থা খারাপ হলে সেনারা তাকে নিয়ে এসে দীঘিনালা উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাক্ষণিকভাবে ইউপিডিএফের স্থানীয় ইউনিটগুলো দীঘিনালা, বাঘাইছড়ি ও সাজেকে সড়ক অবরোধের ঘোষণা দেয়।

আজ সন্ধ্যা পর্যন্ত এই অবরোধ চলবে বলে ইউপিডিএফের স্থানীয় নেতারা জানিয়েছেন।

---






0/Post a Comment/Comments