নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
খাগড়াছড়ির মহালছড়ি বাজারের সিএনজি স্টেশন থেকে দীপায়ন চাকমা (৩৬) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য এলাকাবাসী জেএসএস সংস্কারপন্থীদের দায়ী করেছেন।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তি রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুকুরছড়ি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত অনন্ত লীলা চাকমা।
স্থানীয় ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, দীপায়ন চাকমা তার স্ত্রীকে সাথে নিয়ে আজ সকালে সিএনজি যোগে মহালছড়ি বাজারে গরু কিনতে যান। তারা সিএনজি থেকে নামার এক পর্যায়ে জেএসএস সংস্কারপন্থীদের একটি দল দীপায়ন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। তাকে সিঙ্গিনালার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দীপায়ন চাকমাকে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা সিএনজি চালকের মাধ্যমে টাকা নিয়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য তার বাড়ির লোকজনকে খবর পাঠায়।
অপহরণকালে অপহরণকারীরা ‘তোমাদের পাড়া থেকে কেন ১০ নভেম্বরের চাঁদা দাওনি’ দীপায়ন চাকমাকে এমন প্রশ্ন করতে শুনেছেন বলে জানান সেখানে উপস্থিত সিএনজি চালক।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে, এলাকার এক মুরুব্বি বলেন, আজ হাট-বাজারের মত জনসমাগম এলাকা থেকে অপহরণের ঘটনা প্রমান করে এখানে রাষ্ট্রের একটা অংশ জড়িত রয়েছে।
তিনি অবিলম্বে দীপায়ন চাকমার মুক্তি ও জড়িতদের শাস্তির দাবি করেন।