""

মাটিরাঙ্গায ইউপিডিএফ সদস্যকে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৩ নভেম্বর ২০২২

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকায় ইউপিডিএফ সদস্য অনুপম চাকমাকে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে রাঙামাটির সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ বুধবার (২৩ নভেম্বর ২০২২) দুপুর ২টার সময় ইউপিডিফের বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে কমন চাকমার সঞ্চালায় বক্তব্য রাখেন ইউপিডএফ সংগঠক আর্জেন্ট চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা।

আর্জেন্ট চাকমা বলেন, শাসকগোষ্ঠি নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে খুন-খারাবিতে লেলিয়ে দিচ্ছে। তিনি গতকাল মাটিরাঙ্গার তবলছড়ি এলাকায় ইউপিডিএফ সদস্য অনুপম চাকমাকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানান।

তিনি আরো বলেন, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু শাসকগোষ্ঠি চায় না এই সংঘাত বন্ধ হোকা। তাই বার বার ইউপিডিএফের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে সংঘাত উস্কে দেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।

তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও সেনা খপ্পড় থেকে বেরিয়ে এসে সংঘাতের পথ পরিহার ও ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে তিনি অবিলম্বে অনুপম চাকমাকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

উক্ত ঘটনার প্রতিবাদে বাঘাইছড়ি সদর এলাকায়ও মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সোহেল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি রত্ন জ্যোতি চাকমা।






0/Post a Comment/Comments