""

সাজেকে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে নতুন জয় কার্বারীকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩

নতুন জয় কার্বারীকে আটকের প্রতিবাদে রাস্তা অবরোধ করে রেখেছে নারীরা। ছবি: প্রতিনিধি।

সাজেকে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে আটক সাজেক ইউনিয়নের কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় কার্বারিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) আজ সকাল ৯টার সময় কোন কারণ ছাড়াই উজোবাজারের সেনা চেকপোষ্টে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে আটক করে। সেখানে দীর্ঘক্ষণ আটক রাখার পর দুপুরে তাকে বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়। 

এদিকে, নতুন জয় কার্বারীকে আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে সাজেক-দীঘিনালা সড়ক অবরোধের ডাক দেয় এবং এলাকার সর্বস্তরের নারীরা তার মুক্তির দাবিতে রাস্তায় অবস্থান নেয়। কার্বারীকে ছেড়ে না দেওয়া পর্যন্ত রাস্তা থেকে সরে যাবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। এর ফলে রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর গাড়িও যেতে দেয়নি অবরোধকারীরা।

জনগণের ব্যাপক প্রতিবাদ-আন্দোলনের মুখে পরে বিকাল ৪টার দিকে সেনাবাহিনী নতুন জয় কার্বারীকে ছেড়ে দিতে বাধ্য হয়। তাঁকে ছেড়ে দেওয়া নিশ্চিত হলে নারীরা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। এরপর গাড়ি চলাচলও স্বাভাবিক হয়।






0/Post a Comment/Comments