মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
গত শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) সকাল ও
রাতে পৃথক ভাবে এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহৃত গ্রামবাসীরা হলেন- ১. মুকুল বিকাশ
চাকমা (৪০), পিতা-মৃত. মোহিনী মোহন চাকমা ও ২. অনিল চাকমা (৫৫), পিতা- অজ্ঞাত। তারা
উভয়েই ক্যায়াংঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দাঁতকুপ্যা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার
সকাল আনুমানিক ৭টার সময় সংস্কাবাদী দলের উৎপল চাকমার নেতৃত্বে ৭ জনের একদল সন্ত্রাসী
মুকুল বিকাশ চাকমার বাড়িতে হানা দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একই দিন রাত ৮টার সময়
সন্ত্রাসীরা অনিল চাকমার বাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা
বাড়ির লোকজনকে ঘটনাটি কাউকে না জানাতে নিষেধ করে।
পরদিন শনিবার ঘটনাটি জানাজানি হলে গ্রামের
কয়েকজন মুরুব্বী অপহৃতদের খোঁজ নিতে সংস্কাবাদীদের কাছে যান। কিন্তু সংস্কারবাদীরা
অপহরণের ঘটনাটি অস্বীকার করে বলে জানা গেছে।
আজ রবিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায়
এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত গ্রামবাসীদের কোন খোঁজ পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফলে অপহৃতদের পরিবারের লোকজন ও গ্রামবাসীদের তাদেরকে নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন
বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।