লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লংগদুর বড় হাড়িকাবায় (খাড়িকাটা) দয়াল চন্দ্র চাকমার রেকর্ডীয় জমি বেদখল করে এক সেটলার কর্তৃক ঘর নির্মাণের প্রতিবাদে আজ সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) ভাইবোনছড়া বাজার বর্জন করেছে এলাকাবাসী।
লংগদু ভূমি রক্ষা কমিটির ডাকে এই বাজার বয়কট কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকে কোন পাহাড়ি কেনাবেচার জন্য বাজারে যাননি। বাজার ছিল বলতে গেলে ক্রেতাশূন্য।
গত ৫ ডিসেম্বর মো. কামাল (কালাম) নামে এক সেটলার আদালতের আদেশ অমান্য
করে দয়াল চন্দ্র চাকমার জমি বেদখলের উদ্দেশ্যে একটি খুপড়ি ঘর নির্মাণ করে সেখানে বসবাস
শুরু করে।
এর প্রতিবাদে লংগদু ভুমিরক্ষা কমিটি ১০ ডিসেম্বর সড়ক ও নৌপথ অবরোধ এবং
১১ ডিসেম্বর ভাইবোন ছড়া বাজার বর্জন কর্মসুচি ঘোষণা করে।
বাজার বয়কট কর্মসূচি সফল করায় ভুমি রক্ষা কমিটির সম্পাদক বুদ্ধ কুমার
চাকমা এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, দয়াল চন্দ্র চাকমার জমি বেদখলমুক্ত না হওয়া পযন্ত আন্দোলন
চলবে। এলাকাবাসীর পেছনে যাওয়ার আর কোন জায়গা নেই। প্রতিরোধ করা ছাড়া কোন বিকল্প
নেই। তাই প্রয়োজন হলে অনির্দিষ্টকালের জন্য বাজার বয়কট কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি সকল শ্রেণী পেশার মানুষকে ভূমি বেদখলের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান
জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।