""

নান্যাচরে লংগদু গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৪ মে ২০২৪

রাঙামাটির নান্যাচরে লংগদু গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

আজ শনিবার (৪ মে ২০২৪) বিকাল ৪টায় উক্ত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক জিমিত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়তন চাকমা, পিসিপি'র নান্যাচর উপজেলা শাখার সভাপতি সুমেত চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রদীপ প্রজ্জ্বলনের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আজ থেকে ৩৫ বছর আগে ১৯৮৯ সালের ৪ মে সেনাবাহিনী ও সেটলার বাঙালিরা লংগদুতে পাহাড়িদের ওপর বর্বরোচিত গণহত্যা সংঘটিত করেছিলো। দীর্ঘ ৩৫ বছরেও এ রাষ্ট্র-সরকার এ গণহত্যার বিচার করেনি।

তারা আরো বলেন, শুধু লংগদু গণহত্যা নয়, পার্বত্য চট্টগ্রামে ডজনের অধিক গণহত্যাসহ অসংখ্যা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। পাহাড়িদের নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে শাসকগোষ্ঠি এখনো অন্যায় দমন-পীড়ন জারি রেখেছে।

বক্তারা সাম্প্রদতিক বান্দরবানে বম জাতিসত্তাদের উপর দমন-পীড়ন, গণগ্রেফতার, হয়রানি, বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

বক্তব্য শেষে উপস্থিত সকলে লংগদু গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments