রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ জুন ২০২৪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটির কুদুকছড়িতে
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক পোস্টারিং করা হয়েছে।
আজ ৫ জুন ২০২৪, বুধবার দুপুরে কুদুকছড়ি
বাজার, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের দুই পাশে যত্রতত্র পড়ে থাকা পরিবেশ ক্ষতিকারক আনুমানিক
২ মণের অধিক প্লাস্টিক, পলিথিন কুঁড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এতে এলাকার শতাধিক ছাত্র-ছাত্রী ও সচেতন যুবকরা অংশগ্রহণ করেন। এছাড়া বাজারের কিছু দোকানদারও এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
এসময় জনসমাগম ও দৃষ্টিগ্রাহ্য স্থানে পরিবেশ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন শ্লোগান সম্বলিত পোস্টার সাঁটানো হয়।
পোস্টারগুলোতে “দূষণ বন্ধ করুন, পরিবেশ বাঁচান, পৃথিবীকে বাসযোগ্য করুন; নিজের ভবিষ্যৎ নিরাপদ রাখতে বন, প্রকৃতি ও পশু-পাখি রক্ষা করুন; প্লাস্টিকের শপিং ব্যাগ যত্রতত্র ফেলবেন না; বনাঞ্চল হলো পাহাড়ের ফুসফুস বন উজাড়কারীদের বাধা দিন; অনুমোদনহীন কীটনাশক বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ কর; সেগুন, রাবার, ইউক্লিপ্টাসসহ বিদেশী প্রজাতির গাছ থেকে পাহাড় রক্ষা করুন; নদী- নালা, বনে জঙ্গলে প্লাস্টিকের বোতল, পলিথিন ফেলবেন না; যেখানে- সেখানে প্লাস্টিক বোতল, কনটেইনার, ঢাকনা ফেলবেন না; পার্বত্য চট্টগ্রামকে পর্যটন জোন বানানো মানি না” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।