""

জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য বিনোদ মুন্ডার জীবনাবসান

কুমিল্লা ও রংপুরের পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, হিন্দু মন্দির ভাংচুর, পুরোহিত হত্যা এবং কক্সবাজারের টেকনাফে বৌদ্ধ বিহারে হামলার প্রতিবাদে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বিনোদ মুন্ডা (কালো বর্ডার চিহ্নিত)। ছবি: ২৬ অক্টোবর, ২০২১, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুলাই ২০২৪

জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য বিনোদ মুন্ডার জীবনাবসান হয়েছে।

গতকাল শনিবার (২৭ জুলাই ২০২৩) রাত আনুমানিক ১০টার সময় লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের কুদুকছড়ির নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থায় করছিলেন। এটি ছিল তাঁর দ্বিতীয়বারের মতো স্ট্রোকে আক্রান্ত হওয়া।

আজ (২৮ জুলাই) তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৫-৬ জুন দু’দিন ব্যাপী ঢাকায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটির উদ্যোগে বাংলাদেশের সংখ্যালঘু জাতিসত্তাসমূহের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত জাতীয় কনভেনশনে ‘জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। পরে এ সংগঠনটির কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন বিনোদ মুন্ডা।

দায়িত্ব পালনকালে বিনোদ মুন্ডা দেশের সংখ্যালঘু জাতিসত্তাসমূহের ওপর নিপীড়ন, নির্যাতন, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলেন এবং খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় ইউপিডিএফের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলন এগিয়ে নিতে ভূমিকা পালন করেন।

বিনোদ মুন্ডা বর্মাছড়ি ইউনিয়নের কুদুকছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

আন্দোলনে যুক্ত থাকার কারণে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর সেনা-জেএসএস (সন্তু) মদদপুষ্ট বোরখা পার্টির সন্ত্রাসীদের দ্বারা তিনি অপহরণেরও শিকার হয়েছিলেন।

বিনোদ মুণ্ডার মুত্যুতে দেশের সংখ্যালঘু জাতিসত্তাসমূহ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক সংগঠককে হারালো।

এদিকে, ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের লক্ষীছড়ি উপজেলা নেতৃবৃন্দ বিনোদ মুন্ডার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।








0/Post a Comment/Comments