""

পানছড়িতে সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ দুই নারী সংগঠনের



খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ মঙ্গলবার (১২নভেম্বর ২০২৪) সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এই নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্ষণের ঘটনায় জড়িত জেএসএস সন্তুগ্রুপের সশস্ত্র দুর্বৃত্ত জাতীয় কুলাঙ্গার ডেভিট চাকমার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেত্রীদ্বয় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে জেএসএস চুক্তি বাস্তবায়নের আন্দোলনের নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে অরাজকতা সৃষ্টি করছে। তাতে পাহাড়ের জনগণ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। জেএসএস সন্তুগ্রুপের ডেভিট চাকমা নামের এক সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক পানছড়ির হাতিমারা গ্রামে স্বামীকে অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। নেত্রীদ্বয় জনগণকে এসব জঘন্যতম কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত করার আহ্বান জানান।

বিবৃতিতে নেত্রীদ্বয় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অনতিবিলম্বে জেএসএস সন্তুগ্রুপের সশস্ত্র সদস্য ডেভিট চাকমাকে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments