কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের
ছোট ন’ ভাঙা গ্রামের বাসিন্দা দুই সহোদরের বাড়িতে সেনাবাহিনী কর্তৃক হয়রানিমূলক তল্লাশি
চালানোর অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) এ তল্লাশির
ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন ১. থুইঞোইউ মারমা (৫৮) ও ২. পংউশি মারমা (৫৬)। তাদের পিতার নাম অংফু মারমা। তারা টুকটাক কৃষি ও জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন।
জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে ঘাগড়া সেনা জোন থেকে ২০ জনের একটি সেনাদল ছোট ন’ ভাঙা গ্রামে যায়। এ সময় সেনারা উক্ত দুই সহোদরের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। তবে তাদের বাড়ি থেকে সেনারা অবৈধ কোনকিছু উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
সেনারা কী কারণে সাধারণ গ্রামবাসীদের বাড়িতে
তল্লাশি চালিয়েছে তা জানা যায়নি। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পরও পাহাড়ে এ ধরনের হয়রানিমূলক
তল্লাশির ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।