বরকল বিজিবি তিল, ট্রলারসহ ১২ পাহাড়িকের আটকের অভিযোগ পাওয়া যায়। ছবি: সংগৃহিত |
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
রাঙামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ১২ জন পাহাড়িকে তাদের নিজস্ব জুমের ১৩০ মণ তিল ও ১১টি ট্রলার বোটসহ আটকের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আটকের শিকার ব্যক্তিরা হলেন- ১. সোনাধন চাকমা, পিতা-ফরচান চাকমা, গ্রাম-ভুয়াটেক ২. চিত্তিহালা চাকমা, পিতা-বীরো নাকচ চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৩. বিজয় লাল চাকমা, পিতা-প্রেমরাম চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৪. বুদ্ধধন চাকমা, পিতা-সাধন চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৫. সাধন চাকমা, পিতা-প্রেমরাম চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৬. ইরা রঞ্জন চাকমা, পিতা-পুচ্চা মুনি চাকমা, গ্রাম-কালাবন ছড়া (মাল্য ছড়া), ৭. বিনয় শংকর চাকমা, পিতা-অরুন বিকাশ চাকমা, গ্রাম-চান্দবী ঘাট, ৮. দেব শংকর চাকমা, পিতা-অরুণ বিকাশ চাকমা, গ্রাম-চান্দবী ঘাট, ৯. কান্তি বিজয় চাকমা, পিতা-শীব রতন চাকমা, গ্রাম-চান্দবী ঘাট, ১০. বিমল চাকমা, পিতা-মায়া রতন চাকমা, গ্রাম-ভুয়াটেক, ১১. দেবাশীষ চাকমা, পিতা-দেব শংকর চাকমা, গ্রাম-ভুয়াটেক, ১২. লক্ষী রঞ্জন চাকমা, পিতা-শশী কুমার চাকমা, গ্রাম-ভুয়াটেক। তারা সবাই আইমাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
জানা গেছে, গতকাল বিকাল ৪টার দিকে উক্ত ব্যক্তিরা নিজেদের জুম থেকে সংগ্রহ করা তিলের বস্তা নিয়ে ১১টি ছোট ছোট ট্রলার বোটযোগে রাঙাামটি শহরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ভূয়াটেক বিজিবি ক্যাম্পের সুবেদার মাসুদ-এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য সেখানে উপস্থিত হয়ে তিল ও ট্রালারগুলো জব্দ করে এবং তিলগুলোর মালিকদেরকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবির অভিযোগ জব্দকৃত তিলগুলো ভারত থেকে আনা হয়েছে। তবে স্থানীয়রা ওই তিলগুলো পাহাড়িদের নিজস্ব জুম থেকে সংগৃহিত বলে জানিয়েছেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিলগুলো জব্দ করার সময় বেশ কয়েকজন পাহাড়ি নারী-পুরুষকে এর প্রতিবাদ করতে দেখা যায়।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।