""

নান্যাচর ও বন্দুকভাঙা থেকে সেনাবাহিনী কর্তৃক ৭ জনকে আটকের অভিযোগ


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ৪ জানুয়ারি ২০২৫

রাঙামাটির নান্যাচর ও বন্দুকভাঙা এলাকার বিভিন্ন গ্রাম থেকে সেনাবাহিনী কর্তৃক ৭ জনকে আটকের অভিযোগ পাওয়া গেছে। আটককৃতদের নান্যাচর জোনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৪ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে নান্যাচর উপজেলার সদর ইউনিয়নের খুল্যাং পাড়া, বুড়িঘাট ইউনিয়নের ভাঙামুড়ো এবং রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়া এলাকায় অপারেশনের নামে অন্তত ৭ গ্রামবাসীকে আটক করে নান্যাচরে জোনে নিয়ে গেছে।

যাদেরকে আটকের খবর পাওয়া গেছে তারা হলেন- নান্যচর সদর ইউনয়নের খুল্যাং পাড়া গ্রামের বাসিন্দা রবিন চাকমা (২০), পিতা-প্রজিত চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের ভাঙামড়ো গ্রামের বাসিন্দা অমর কান্তি চাকমা (৩৫) পিতা- কষ্টআলী চাকমা, ইমন চাকম (২০), পিতা- রাজ মোহন চাকমা, অমল বিকাশ চাকমা (৩৫) পিতা- চন্দ্রসেন চাকমা এবং বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুড়াছড়া গ্রামের বাসিন্দা ভদ্রসেন চাকমা (৩৬) পিতা- কামিনী রঞ্জন চাকমা, লেত্তো চাকমা (১৭) পিতা- বিশ্বজিৎ চাকমা ও মধু চাকমা (৪৫), পিতা- অজ্ঞাত।

কী কারণে সেনারা তাদেরকে আটক করেছে তা জানা যায়নি।

রাত ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, নিরীহ লোকজনকে অন্যায়ভাবে আটকের ঘটনায় এলাকার জনগণ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে আটকৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments