""

মহালছড়িতে মুখোশ কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়ির মহালছড়িতে নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক এক নিরীহ ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) বিকালে মাইসছড়ি বাজার এলাকায় এ অপহরণ ঘটনা ঘটে বলে জানা যায়।

অপহৃত ব্যক্তির নাম জনম মোহন ত্রিপুরা (৪০), পিতা- মৃত সতীশ চন্দ্র ত্রিপুরা, গ্রাম- ৩নং প্রকল্প, ৫নং ওয়ার্ড, ১নং খাগড়াছড়ি ইউনিয়ন। তিনি একজন সাধারণ কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৪টার সময় জনম মোহন ত্রিপুরা বিজিতলা বাজার থেকে মাইসছড়ি যাওয়ার পথে মাইসছড়ি বাজারের পাশ থেকে তাকে মুখোশ সদস্য শনে ত্রিপুরা (৩২)-এর নেতৃত্বে অপহরণ করা হয়।

অপহরণকারী মুখোশ সদস্য শনে ত্রিপুরা মাইসছড়ির থলি পাড়া এলাকার কালী বন্ধু ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ধারণা করছেন, কয়েক বছর আগের পারিবারিক শত্রুতার জের ধরে শনে ত্রিপুরা এ অপহরণ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি। অপহরণের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়েও কেউ নিশ্চিত করে বলতে পারেননি।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments