সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার ৭ম শহীদ বার্ষিকীতে রাঙামাটির সাজেকে স্মরণসভা
অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ৩ জানুয়ারি ২০২৫) দুপুর ১:০০টার সময় ইউপিডিএফের স্থানীয় ইউনিট
এই স্মরণসভার আয়োজন করে।
“বিপ্লবীর আত্মাবলিদানের শোক শক্তিতে
পরিণত হোক” শ্লোগানে আয়োজিত স্মরণসভায় শংকর চাকমার সঞ্চালনার বক্তব্য রাখেন ইউপিডিএফের
সংগঠক ইয়ান চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানার সাংগঠনিক সম্পাদক শুক্র চাকমা।
স্মরণসভা শুরুতে শহীদ মিঠুনসহ অধিকার আদায়ের আন্দোলনে আত্মবলিদানকারী সকল
শহীদদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, ২০১৮ সালের আজকের এই দিনে রাষ্ট্রীয় বাহিনীর সৃষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা মিঠুন চাকমাকে বাড়ির গেট থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। কিন্তু ৭ বছরেও খুনিদের আইনের আওতায় আনা হয়নি।
তারা বলেন, ঘাতকরা মিঠুন চাকমার প্রাণ কেড়ে নিতে পারলেও তার লালিত চেতনা কেড়ে নিতে পারেনি। নিপীড়িত-নির্যাতিত, শোষিত-বঞ্চিত মানুষের আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা আত্মাবলিদান দিয়েছেন তারা অমর, অজেয়। মিঠুন চাকমাও নিপীড়িত মানুষের কাছে অমর হয়ে থাকবেন। তাঁর আত্মবলিদান কখনো বৃথা যাবে না।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ জানুয়ারি খাগড়াছড়ি জেলা আদালত থেকে মামলার হাজিরা
শেষে খাগড়াছড়ি সদরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়ি ফেরার পথে বাড়ির মূল প্রবেশ গেট
থেকে রাষ্ট্রীয় বাহিনীর সৃষ্ট একদল নব্যমুখোশ সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে মিঠুন চাকমাকে
তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।