""

সাজেকের মাজলঙে দুঃস্থ শিশুদের শীতবস্ত্র দিলো ইউপিডিএফ

মাজলঙে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউপিডিএফ। ছবি: সাজেক প্রতিনিধি

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউপিডিএফের মাজলং ইউনিট।

আজ শনিবার (৪ জানুয়ারি ২০২৫) মাজলঙের ৭ নং, ৯ নং, ১০ নং ত্রিপুরা পাড়া ও নরেন পাড়ার শতাধিক দুঃস্থ শিশুকে এই শীতবস্ত্র প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের মাচালঙ ইউনিটের সংগঠক নিবিড় চাকমা ও মন্টু চাকমা প্রমুখ।

মাজলঙে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউপিডিএফ। ছবি: সাজেক প্রতিনিধি



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments