""

পানছড়িতে জেএসএস সন্তু বাহিনীর তৎপরতার খবর


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু বাহিনীর তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে। 

আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) ভোর থেকে জয়দেব চাকমার নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল লোগাং মাচ্ছছড়া এলাকায় সশস্ত্রভাবে অবস্থান করে জনগণকে হুমকি-ধমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, আজ পানছড়িতে ঢাকায় ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী ও পুলিশী হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

উক্ত কর্মসূচি ভণ্ডুল করে দেয়ার লক্ষ্যে সন্তু বাহিনী এমন তৎপরতা চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments