""

রামগড়ে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান, জনমনে আতঙ্ক


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

খাগড়াছড়ির রামগড় উপজেলার নাঙ্গেল পাড়ায় বিজিবি ও তৈচাকমা পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করার খবর পাওয়া গেছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টার সময় খাগড়াবিল হাতির খেদা বিজিবি ক্যাম্প থেকে একদল বিজিবি সদস্য নাঙ্গেল পাড়ায় এসে অবস্থান নেয়। অপরদিকে সেনাবাহিনীর একটি দল তৈচাকমা পাড়ায় গিয়ে অবস্থান নিয়েছে। তারা (উভয় বাহিনীর সদস্যরা) সাধারণ জনগণকে নানা জিজ্ঞাসার নামে হয়রানি করার অভিযোগ করেছেন এলাকাবাসী।

সেনা ও বিজিবির এমন জনহয়রানিমূলক অভিযানের ফলে এলাকার জনগণ আতঙ্কে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল (শনিবার) রামগড়ের মরাকইল্যা গ্রামে সেনাবাহিনী এক নারীকে আটকের চেষ্টা চালায়। এর আগে গত মাসেও রামগড়ের বিভিন্ন স্থানে বেশ কয়েকদিন ধরে সেনা ও বিজিবি অপারেশন পরিচালনা করে। এ সময় অনেকে আটকসহ নানা হয়রানির শিকার হন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments