গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার
সহসাধারণ সম্পাদক অনিমেষ চাকমার পিতা বিবিত্রণ চাকমার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
করেছে ইউপিডিএফ ও পিসিপি’র গুইমারা উপজেলা নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) মরদেহের
কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইউপিডিএফ পক্ষে গুইমারা অঞ্চলের সংগঠক বিকাশ ত্রিপুরা,
জিসান মারমা, সুমেন ও রিপন এবং পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
করেন অংসা মারমা ,বাবু ও অন্যান্য কর্মী সমর্থকরা।
সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি
সমবেদনা জানান।
এদিকে, আজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী প্রয়াত
বিবিত্রন চাকমার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে
বজ্রপাতের আঘাতে নিজ বাড়ি গুইমারা উপজেলার বাইল্যাছড়ি ১ নং রাবার বাগান প্রকল্প এলাকায়
বিবিত্রন চাকমা (৬০) মারা যান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।