গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
গত ১৭ ফেব্রুয়ারি রাঙামাটির ন্যান্যচর উপজেলার
বগাছড়ি কৈলাশ পাড়ায় মন্টু চাকমার বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে
খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) গুইমারা উপজেলা
শাখা।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল
৩ টার সময় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্বতী সংক্ষিপ্ত সমাবেশে থুইক্য
মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র নেতা
নিকোল চাকমা, ইউপিডিএফের গুইমারা ইউনিটের সংগঠক অংক্যচিং মারমা।
বক্তারা বলেন, মন্টু চাকমার বাড়িতে অগ্নিসংযোগের
প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে নানাভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনকে অবিলম্বে ঘটনার
সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।