নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
“সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের
অধিকার নিশ্চিতসহ পিসিপি'র শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়ন কর” এই শ্লোগানে রাঙামাটির
নান্যাচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম
পাহাড়ি ছাত্র (পিসিপি) নান্যাচর উপজেলা শাখা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২-০২৫) বেলা ২টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় পিসিপি
নান্যাচর উপজেলা শাখা সভাপতি সুমেত চাকমার সভাপতিত্বে ও সদস্য রিকন চাকমা সঞ্চালনায়
আলোচনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাধারন সম্পাদক নিকন চাকমা,
ইউপিডিএফ সংগঠক সরল চাকমা। এতে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর
উপজেলা শাখা সভাপতি প্রিয়তন চাকমা।
আলোচকরা বলেন, ১৯৫২ সালে রক্তাক্ত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি
দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। কিন্তু দিবসটি মাতৃভাষা
দিবস হিসেবে পালিত হলেও বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামসহ সমতলে বসবাসরত জাতিসত্তাগুলোর
মাতৃভাষা এখনো স্বীকৃতি পায়নি। বরং নানাভাবে জাতিসত্তাগুলোর মাতৃভাষা বিলুপ্ত করে দেয়ার
চক্রান্ত জারি রাখা হয়েছে। অনেক জাতিসত্তার ভাষা চিরতরে হারিয়ে গেছে।
তারা আরো বলেন, বাংলাদেশে বাঙালি ছাড়াও চাকমা, মারমাসহ দেশে ৪৫টির অধিক
জাতিসত্তার বসবাস রয়েছে। সরকার চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী ভাষায় প্রাক-প্রাথমিক
স্তরে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু করলেও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষকদের প্রশিক্ষণের
অভিাবে তাও সঠিকভাবে চলছে না।
সভায় আলোচকবৃন্দ পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল জাতিসত্তার সাংবিধানিক
স্বীকৃতি এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করাসহ পিসিপি’র শিক্ষা
সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।