ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের দেয়া মিথ্যা মামলায় রিংরং ম্রোকে
আটকের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের
সম্মুখে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল
উইমেন্স ফেডারেশন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭ টার দিকে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
হয়।
উক্ত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরার সভাপতিত্বে
ও পিসিপির সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের
সাধারন সম্পাদক রিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা
সম্পাদক রোনাল চাকমা। এতে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের
সাধারন সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার
সভাপতি নুজিয়া হাসিন রাশা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য রবীন্দ্রনাথ
বাপ্পী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক নাঈম উদ্দীন।
বক্তারা বলেন, দেশে ক্রমাগত অপরাধ বেড়েই চলেছে। আইন শৃংখলার অবনতি ভয়াবহ
রূপ ধারণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারের পক্ষ হতে সিভিল পোশাকে আইন-শৃংখলা
রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেফতার করবেনা বলা হলেও বস্তুত দেখা গেছে রিংরং ম্রোকে সাদা
পোশাকে বিনাওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসনের লোকজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের
দোসর ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ এখনো প্রশাসনের সহযোগিতায় ভূমি বেদখলের মহোৎসবে
মেতে রয়েছে।
বক্তারা আরো বলেন, দেশ এখন ক্রমাগত ধর্ষণ, খুন, লুটপাটের স্বর্গরাজ্যে
পরিণত হয়েছে। এর সম্পূর্ণ দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের। এ ব্যর্থতার দায় নিয়ে
অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ের ঘটনাগুলোকে সব সময় বিচ্ছিন্নভাবে
দেখা হয়। পাহাড়িদের সাথে যুগ যুগ ধরে অন্যায় করা হয়েছে এবং হচ্ছে।
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় আটক রিংরং ম্রোকে নিঃশর্ত মুক্তির দাবি
জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।