নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের
গড়িয়াছড়ি ও ধুরুংপাড়ায় ৫ গ্রামবাসীর বাড়ি-দোকানপাটে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে
অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বেলা
২:৩০টার সময় সিন্দুকছড়ি জোন কমান্ডারের নেতৃত্বে এ তল্লাশি চালানো হয় বলে জানা গেছে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেণ-
১. চাইহ্লা মারমা (৩০), পিতা- মৃত হ্লাপ্রুসাই মারমা, গ্রাম- গড়িয়াছড়ি, ৮ নং ওয়ার্ড,
সিন্দুকছড়ি ইউনিয়ন গুইমারা খাগড়াছড়ি; ২. রাম্রাসাই মারমা (৪০), পিতা- মৃত আম্রা মারমা,
গ্রাম- ধুরুং পাড়া, ৫ নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউনিয়ন, গুইমারা খাগড়াছড়ি; ৩. ম্রাঞো
মারমা, পিতা- মৃত আম্রা মারমা, গ্রাম ধুরুংপাড়া; ৪. থুইহ্লা মারমা (৫০). পিতা-মৃত আক্য
মারমা, গ্রাম-ঐ ও ৫. থুইঅংগ্য মারমা, পিতা- মৃত আক্য মারমা, গ্রাম- ধুরুংপাড়া, সিন্দুকছড়ি
ইউনিয়ন।
এছাড়াও ধুরুংপাড়ায় মোটর সাইকেল ড্রাইভার নিলাঅং মারমাকে ধরে হেনস্তা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে, রাত ৮টার পরে সেনারা একই ইউনিয়নের ডেবলছড়ি ও লিচুবাগান এলাকায় অভিযান চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা। সেনাবাহিনীর এমন জনহয়রানিমূলক অভিযান চালানোর ঘটনায় স্থানীয় জনগণ আতঙ্কে রয়েছেন তারা জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।