""

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে নান্যাচরে পিসিপি'র দেয়াল লিখন

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে রাঙামাটির নান্যাচরে দেওয়াল লিখন করেছে পিসিপি’ নান্যাচর উপজেলা শাখা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) নান্যাচর সরকারি কলেজ, পাতাছড়ি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি স্থানে পিসিপি'র নেতা-কর্মীরা দেয়াল লিখন করেন।

দেয়াল লিখনে রয়েছে- “যে সংবিধানে জাতীয়তার স্বীকৃতি নেই, সে সংবিধান মানি না; পার্বত্য চট্টগ্রামে সকল স্কুল-কলেজে ছাত্রবাস চালু কর!; পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু কর’ ফ্যাসিস্ট সরকারের আমলে সকল বর্ধিত ফি বাতিল কর; পার্বত্য চট্টগ্রামে কলেজসমূহের পর্যাপ্ত পরিমাণে কলেজ বাস চালু কর; নিজ ভাষা, সংস্কৃতি রক্ষার্থে পিসিপি পতাকাতলে সমবেত হোন; মাতৃভাষায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা কর; পার্বত্য চট্টগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন বৃদ্ধি করতে হবে; পাহাড়ে প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত কর; এসো নবীন দলে দলে, পিসিপি'র পতাকা তলে” ইত্যাদি।




























সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments