পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী ও মুখোশ মিলে এক ব্যক্তিকে অপহরণ এবং আরেক
ব্যক্তির বাড়িতে তল্লাশি ও টাকা-মোবাইল লুটে নেয়ার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) ভোররাতের কাছাকাছি সময়ে পানছড়ি উপজেলার
বরকোণা ও নবীচান পাড়ায় এ ঘটনাগুলো ঘটে।
অপহৃত ব্যক্তির নাম উপেন্দ্র ত্রিপুরা (৩৫), পিতা- মৃত বীরেন্দ্র ত্রিপুরা,
গ্রাম- বরকোণা।
আর যার বাড়িতে তল্লাশি ও লুটপাট চালানো হয় তার নাম রমেল চাকমা (৩৫), গ্রাম-নবীচান
পাড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাতের দিকে আনুমানিক ২টার সময় সেনাবাহিনীর একটি গাড়িযোগে সেনাবাহিনী ও মুখোশদের ১০/১৫ জনের একটি যৌথ দল প্রথমে বরকোণা পাড়ায় উপেন্দ্র ত্রিপুরার বাড়িতে হানা দেয়। এ সময় তারা তাকে (উপেন্দ্রকে) বেধড়ক মারধর করার পর অপহরণ করে নিয়ে যায়।
সেনাদের সাথে থাকা মুখোশ সন্ত্রাসীদের মধ্যে নীতিদত্ত চাকমা ও বিকাশ ত্রিপুরাকে চেনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এরপর সেনা ও মুখোশরা পার্শ্ববর্তী নবীচান পাড়ায় হানা দিয়ে পাড়ার বাসিন্দা
রমেল চাকমার বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশিকালে তারা নগদ ৭,৫০০ টাকা ও ১ মোবাইল
ফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপেন্দ্র ত্রিপুরাকে ছেড়ে দেয়ার
খবর পাওয়া যায়নি এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।