""

কুদুকছড়িতে চার সংগঠনের বিক্ষোভ, বগাছড়িতে মন্টু চাকমার বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নান্যাচরের বগাছড়ি কৈলাশ পাড়ায় মন্টু চাকমার বাড়ি পুড়িয়ে দেওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ২টা সময় কুদুকছড়ির নির্বাণপুর বনবিহার ফটক থেকে মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে উত্তর কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি জয়ন্ত রেখা চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক ঝিমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক বারিঝে চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা।

বারিঝে চাকমা বলেন, গতকাল নান্যাচরের বগাছড়ির কৈলাশ পাড়ায় মন্টু চাকমা নামে এক পাহাড়ির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।


নিশি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর যে হামলা, ভূমি বেদখল করা হয়ে থাকে মন্টু চাকমার বাড়িতে আগুন দেয়ার ঘটনাটি এর থেকে বিচ্ছিন্ন ভাবার কোন কারণ নেই। অনেকে প্রকৃত ঘটনা আড়াল করতে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই প্রশাসনের উচিত ঘটনাটির সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা।

জয়ন্তরেখা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীসমাজ, ছাত্রসমাজ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভূমি বেদখল, নারী নির্যাতনে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি মন্টু চাকমার বাড়ি পোড়ানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান।

এদিকে, সমাবেশ চলাকালে কুদুকছড়ি সেনাক্যাম্প থেকে একদল সেনা সদস্য এসে লোকজনকে তাড়িয়ে দেয়াসহ সিএনজি থামিয়ে যাত্রীদের নানা হয়রানি করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী  সিএনজি চালক জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments