রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
রামগড়ের নাঙ্গেল পাড়ায় গত ১২ ফেব্রুয়ারি রাতে একদল সেটলার বাঙালি ললিত চাকমার
বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। খাগড়াবিলের বাসিন্দা
মো. কালাম সওদাগর ও মো. শাহাদাৎ হোসেন এ হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বিজিবির পক্ষ থেকে পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ভুক্তভোগী ললিত চাকমাকে আশ্বাস প্রদান করা হয়। কিন্তু পদক্ষেপ নেয়া তো দূরের কথা এখন উল্টো হামলাকারীদের নিরাপত্তা দিচ্ছে বিজিবি সদস্যরা। গত ১৪ ফেব্রুয়ারি থেকে হামলার নেতৃত্বদানকারী কালাম সওদাগর ও শাহাদাৎ হোসেনের নিরাপত্তায় তাদের বাড়িতে একদল বিজিবি সদস্য অবস্থান করছে বলে জানা গেছে। আর এ সুযোগে হামলাকারীরা এখনো ললিত চাকমাকে নানা হুমকি প্রদান করছে এবং নাঙ্গেল পাড়া এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপনেরও দাবি জানাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার ভুক্তভোগী ললিত চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজিবি আশ্বাস দিয়েছিল
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এখনো কোন পদক্ষেপ তারা নেয়নি। উপরন্তু
তারা এখন হামলাকারীদের নিরাপত্তা দিয়ে রেখেছে এবং আমাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেয়া
হচ্ছে।
তিনি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে হামলার সুষ্ঠু
বিচার দাবি করেন।
হাচুক পাড়ায় সেনা টহল:
এদিকে, আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১ টায় মানিকছড়ি বাটনাতলি সেনা
ক্যাম্প থেকে ৩০/৩৫ জনের একদল সেনা সদস্য রামগড়ের পাতাছড়া ইউনিয়নের হাচুক পাড়ায় টহল
অভিযানে যায়। এ সময় সেনারা নিতান্ত ত্রিপুরা(২৮), পিতা- অজ্ঞাত নামে এক ব্যক্তির দোকানে
গিয়ে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকালও রামগড়ে নাঙ্গেল পাড়া ও তৈচাকমা পাড়া এলাকায় বিজিবি ও সেনাবাহিনী
টহল অভিযান চালায় এবং এলাকার সাধারণ জনগণকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করে। এছাড়া গত
শনিবার (১৫ ফেব্রুয়ারি) মরাকইল্যা পাড়া থেকে সেনাবাহিনী এক নারী নেত্রীকে আটকের চেষ্টা
করে।
সেনাবাহিনী ও বিজিবির এমন হয়রানিমূলক টহল অভিযান ও পক্ষপাতমূলক পদক্ষেপের
কারণে এলাকার জনগণ নানা ভয়ভীতির মধ্যে জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।