নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি বাজারে
নব্যমুখোশ সন্ত্রাসীদের একটি দল সেনাবাহিনীর সামনে প্রকাশ্য চাদাঁবাজি করছে বলে অভিযোগ
করেছেন ব্যবসায়ী ও এলাকার জনগণ।
ঘিলাছড়ি বাজারে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)
সাপ্তাহিক হাটবার। বাজারটি ঘিলাছড়ি সেনাক্যাম্প থেকে দুরত্ব মাত্র ১০০ গজের কাছাকাছি।
বাজারের ভাসমান ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগের
ভিত্তিতে জানা যায়, আজ সকালে নান্যাচর বাজার থেকে মুখোশদের ৬ জনের একটি দল মোটর সাইকেল
যোগে সেনাক্যাম্পের সামনে দিয়ে ঘিলাছড়ি বাজারে এসে বিভিন্ন মালামালের গাড়ি ও ব্যবসায়ীদের
কাছ থেকে জোর করে চাদাঁ সংগ্রহ করতে শুরু করে। এছাড়া বিভিন্ন যানবাহনের থেকেও জোর করে
চাঁদা নিচ্ছে বলে জানা গেছে।
অভিযোগকারীরা বলেন, প্রতি হাটবাজারে সেনাবাহিনীর
সদস্যরা বাজারে ডিউটি করে অথচ এরা তাদের সামনে চাদাঁবাজ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে
কোন ব্যবস্থা নিচ্ছে না। তারা প্রশ্ন রেখে বলেন তাহলে এদেরকে সেনারা মদদ দিচ্ছে?
এলাকাবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত চাঁদাবাজ
মুখোশদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।