ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
গণতান্ত্রিক অধিকার কমিটির এক সভায় ৩৩ বছরেও লোগাঙ গণহত্যার বিচার না হওয়ায়
তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
গতকাল (১০ এপ্রিল ২০২৫), বৃহস্পতিবার বিকাল ৪টায় ডাকসুর নিচতলার টিচার্স
লাউঞ্জে অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
হয়।
সাধারণ সভার পক্ষ থেকে লোগাঙ গণহত্যার ৩৩ বছরেও বিচার না হওয়ার ঘটনায় তীব্র
নিন্দা জ্ঞাপন করা হয়। ১০ এপ্রিল ১৯৯২ সালে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লোগাঙ গ্রামে
সামরিক এবং বেসামরিক প্রশাসনের প্রত্যক্ষ আক্রমণে এক বর্বোরচিত গণহত্যা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় প্রায় ১২০০ জন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষকে হত্যা করা হয়
এই ঘটনায় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয় সাত শতাধিক ঘরবাড়ি। অথচ রাষ্ট্রীয়ভাবে সেই গণহত্যার
বিচার ও দোষীদের বিরুদ্ধে কোন শাস্তির পদক্ষেপ আজও নেওয়া হয়নি। গতকাল ১০ এপ্রিল ছিল
লোগাঙ গণহত্যার ৩৩ বছর।
এছাড়া সভায় সভায় আগামী ১৮ এপ্রিল বিকাল ৪টায় অন্তর্বর্তীকালীন সরকারের ৮
মাস ও সংস্কার প্রস্তাব সম্পর্কে গণতান্ত্রিক অধিকার কমিটি’র পর্যালোচনা বিষয়ক কর্মসুচির
সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪ অক্টোবর ২০২৪ এ গণতান্ত্রিক অধিকার কমিটির প্রস্তাবিত অন্তর্বর্তী
সরকারের আশু করণীয় প্রস্তাব এবং ২১ নভেম্বর “অন্তর্বর্তীকালীন সরকারের আশু করণীয় প্রস্তাব
১০০ দিনে কতটা বাস্তবায়ন হলো?” শীর্ষক সংবাদ সম্মেলনের ধারাবাহিকতায় এই ৮ মাসের পর্যালোচনা
কর্মসুচিটি আয়োজন করা হচ্ছে। জুলাই আহতদের চিকিৎসা, শ্রমিক, কৃষি, আন্তর্জাতিক চুক্তি,
জননিরাপত্তাসহ বিভিন্ন ক্যাটাগরিতে গত ৮ মাসের পর্যালোচনা উপস্থাপনা করা হবে।
সভায় মানবাধিকারকর্মী ফেরদৌস আরা রুমী, রাজনৈতিক কর্মী ফখরুদ্দিন কবীর আতিক,
বাকী বিল্লাহ, ডা.জয়দীপ ভট্টাচার্য, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সমগীত
সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক বীথি ঘোষ, চিকিৎসক ডা হারুন অর রশিদ, ডা. নাজমুস
সাকিব, একটিভিস্ট আফজাল হোসেন, গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা
উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক অধিকার কমিটির ফেসবুক পেজে আজ (১১ এপ্রিল) এ সভার বিস্তারিত
জানানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।