""

পানছড়ির লোগাঙ মাচ্ছছড়া এলাকায় সেনাবাহিনী ও সন্তু গ্রুপের অবস্থান


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৭ আগস্ট ২০২৫

খাগড়াছড়ির পানিছড়ি উপজেলার লোগাঙ মাচ্ছছড়া এলাকায় সেনাবাহিনী ও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা পাশাপাশি সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকাল থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা মাচ্ছছড়া এলাকার বাত্তেপাড়ায় প্রকাশ্যে অবস্থান নেয়। তারা সেখানকার বাসিন্দারদেরকে ৬০ কেজি চালের ভাত অর্ডার করে।

এদিকে, সকাল ৯টার সময় ৩০/৩৫ জন সেনা সদস্য লোগাঙ বাবুড়া পাড়া থেকে পায়ে হেঁটে একই এলাকায় কড়ই বাগানে গিয়ে অবস্থান নেয়। এই কড়ই বাগান আর বাত্তেপাড়ায় যেখানে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা অবস্থান করছে তা একেবারেই কাছাকাছি।

সেনাবাহিনী ও সন্তু গ্রুপের এই সৌহার্দ্যপূর্ণ অবস্থান এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা বিস্ময় প্রকাশ করে বলছেন, সেনাবাহিনী অস্ত্রধারী সন্ত্রাসী খোঁজে, অথচ সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা তাদের পাশে অবস্থান করলেও তারা কিছুই করছে না।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments