""

ঘিলাছড়ি ইউনিয়নের নুওআদাম ও দাজ্জ্যাছড়িতে আবারো সেনা অভিযান, ৮ জনের বাড়িতে তল্লাশি ও ২ জনকে আটকের অভিযোগ!

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুওআদাম ও ৯নং ওয়ার্ডের দাজ্জ্যাছড়ি গ্রামে আবারো সেনাবাহিনী অভিযান চালিয়ে পাহাড়িদের ঘরবাড়িতে ব্যাপক তল্লাশি ও ২ জনকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) এ ঘটনা ঘটে। এর আগে গত ৯ সেপ্টেম্বর সেনাবাহিনী উক্ত দুই গ্রামসহ আরো বেশ কয়েকটি গ্রামে তল্লাশি ও জনগণকে হয়রানি করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১:৩০টার সময় বুড়িঘাট সাব-জোন থেকে ২০-২৫ জনের একটি সেনা দল দাজ্জ্যাছড়ি গ্রামে যায়। একই সময়ে কুদুকছড়ি সাব-জোন থেকে আরো ১০-১৫ জনের একদল সেনা সদস্য নুওআদাম গ্রামে হানা দেয়। সেনারা দাজ্জ্যাছড়ি রাস্তামুখ (হালছড়া) এলাকায় গরু চরানো অবস্থায় জুনু চাকমা (৩৫), পিতা- ধনা চাকমা নামে এক গ্রামবাসীকে রাস্তা দেখানোর কথা বলে তাদের সাথে ধরে নিয়ে যায়। তার বাড়ি ভূইয়োআদাম গ্রামে। সেনারা তাকে এখনো তাদের হেফাজতে রেখেছে বলে জানা গেছে।

সেনারা নুওআদাম গ্রামে অন্তত ৮ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ১. বিগু বিকাশ চাকমা (৫৩), পিতা- কুমুজ্যা চাকমা, ২. উজ্জল চাকমা (৩৩), পিতা- শান্তি কুমার চাকমা, ৩. হীরন ময় চাকমা (৪৭), পিতা- মৃত বর্ণ কুমার চাকমা, ৪. সোহেল চাকমা((৩৪), পিতা- অল’হ চাকমা, ৫. মুনি চাকমা (৩৪), পিতা- বাধি ধন চাকমা, ৬. কালাচুল চাকমা (৫৬), পিতা- মৃত স্বর্গধন চাকমা ৭, গিলুক্কো চাকমা (৩৪), পিতা-কালা চুল চাকমা ৮. বাধি ধন চাকমা (৫৭), পিতা- অজ্ঞাত, ৯. বিমল চাকমা, পিতা- অজ্ঞাত। 

সেনারা বিমল চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী নীতিমায়া চাকমা সবজি বিক্রয় বাবদ জমা রাখা নগদ ১,৫০০ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। 

এছাড়া সেনারা দাজ্জ্যাছড়ি দোকানে চা-নাস্তা খেতে আসা সুনীল কান্তি চাকমা(৩২), পিতা- দুলাল চাকমা নামে একজনকে আটক করে মারধর করতে করতে কেরেটছড়ি রাস্তার দিকে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তিনি দাজ্জ্যাছড়ি গ্রামের বাসিন্দা।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বিকাল ৩টা) সেনা সদস্যরা সেখানে অবস্থান করছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments