রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপায় সেনা মদতপুষ্ট ঠ্যাঙাড়ে
সন্ত্রাসীরা আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) আবারো সশস্ত্র তান্ডব চালিয়েছে বলে অভিযোগ
পাওয়া গেছে। এর আগে গত ১ সেপ্টেম্বর নাকাপা বাজার থেকে বাসনা মোহন চাকমাকে অস্ত্রের
মুখে অপহরণ করেছিল ঠ্যাঙাড়েরা।
জানা যায়, আজ সকাল ১০টার দিকে তিনটি মোটর সাইকেলে করে ৬ জনের একদল সশস্ত্র
ঠ্যাঙাড়ে সন্ত্রাসী নাকাপা উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে সেখানে চলমান একটি নির্মাণ কাজ
বন্ধ করতে বলে এবং শ্রমিকদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ও হুমকি-ধমকি দেয়।
তারা শ্রমিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে বলে যে, ‘তাদের অনুমতি ছাড়া
এখানে কোন উন্নয়নের কাজ চলবে না।’
তাদের এমন কথায় শ্রমিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করার
চেষ্টা করে এবং গুলি ছুঁড়ে ভীতি সৃষ্টি করে। এতে আশে-পাাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে
পড়ে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।
গত ১ সেপ্টেম্বর বাসনা মোহন চাকমাকে যারা অপহরণ করেছিল, আজকের ঘটনাটিও সেই
সন্ত্রাসীরা ঘটিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পাহাড়ে
অস্থিরতা সৃষ্টি করছে। সেনাবাহিনীর মদতে তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণসহ
সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে পাহাড়ি-বাঙালি সবাই
অতিষ্ঠ হয়ে পড়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে সেনা-সৃষ্ট নব্যমুখোশ বাহিনীকে ভেঙে দিয়ে তাদের
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।
এছাড়া, গত ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় ২নং পাতাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সালদা
পাড়ায় ঠ্যাঙাড়েরা দুইটি মোটর সাইকেলে করে গিয়ে বাঁশ ব্যবসায়ী দেবেন্দ্র এিপুরাকে হুমকি-ধমকি
দেয় বলে জানা গেছে। এ সময় সন্ত্রাসীরা ব্যবসায়ীদের সতর্ক করে বলে যে, ‘ব্যবসা চালিয়ে
যেতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে।’
তিনি বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন এবং গুইমারা বাজারে গেলে
তাকে যে কোন মুহুর্তে ঠ্যাঙাড়েরা অপহরণ করতে পারে- এমন আশঙ্কাও করছেন।
ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জমতে থাকা ক্ষোভ ও অসন্তোষ যে কোন সময় গণ
বিস্ফোরণের রূপ নিতে পারে বলে অনেকে মনে করছেন।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রামগড়ের যৌথখামার এলাকায় আয়োজিত এক সমাবেশ শেষে গাড়িতে করে ফেরার পথে নাকাপা বাজার থেকে মো. মাসুদ হোসেন বাপ্পী ও সুলেন চাকমার নেতৃত্বে ৬ জনের একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে বাসনা মোহন চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণ করে। এ অপহরণ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের মধ্যে আরো যাদের নাম জানা গেছে তারা হলেন, মঞ্জু ইসলাম ও সাগর বড়ুয়া।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।