""

গুইমারায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ!


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈকর্মা পাড়া থেকে সেনা মদতপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে অপহরণে করেছে বলে খবর পাওয়া গেছে।

অপহৃত ব্যক্তির নাম মংসা মারমা (২৮), পিতা- ধুংগ্য মারমা, গ্রাম- তৈকর্মা পাড়া। তিনি একজন মোটর সাইকেল চালক ও গুইমারায় ডেকোরেশনের কাজ করেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার সময় ৬ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসী মংসা মারমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বলে তার স্ত্রী আক্রইমা মারমা জানান।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীদের সাথে কোন যোগযোগ হয়নি বলে জানিয়েছেন মংসা মারমার স্ত্রী আক্রইমা মারমা। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানা যায়নি বলে তিনি জানান।

এ অপহরণ ঘটনায় স্থানীয় ও পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments