Monday, November 14, 2016

ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ৬ নেতাকর্মীর মুক্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ

সিএইচটি নিউজ ডটকম, সোমবার, নভেম্বর ১৪, ২০১৬ 
দীঘিনালা: ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটক ৬নেতা-কর্মীর মুক্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা উপজেলা শাখা।
আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে দীঘিনালা কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলার সভাপতি নিকেল চাকমার সভাপত্বিতে ও অর্থ সম্পাদক মিঠুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলার সাধারণ সম্পাদক সজীব চাকম, হিল উইমেন্স ফেডারেশন এর দীঘিনালা উপজেলার সভাপতি এন্টি চাকমা, দীঘিনালা পিসিপি কলেজ শাখার সভাপতি সুমেশ চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল দুপুর ১২.৩০টার সময় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের গিরিফুল এলাকা থেকে সেনাবাহিনী ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলার শাখার সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ৬ জন নেতাকর্মীকে ওয়ারেন্ট ছাড়া বিনা কারণে গ্রেপ্তার করা করেছে। পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতেই সরকার অন্যায় ধরপাকড় চালিয়ে হয়রানি করছে। শত দমন-পীড়নেও ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন দমানো যাবে না বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ৬ জন নেতাকর্মীকে বিনা কারণে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একই দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
---------------------------

No comments: