""

সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দীঘিনালা, মানিকছড়ি ও রামগড়ে কর্মসূচি পালন


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 : সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মানিকছড়ি ও রামগড়ে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালিত হয়েছে।

দীঘিনালা : “ভিন্ন জাতিগোষ্ঠীর ওপর "বাঙ্গালি জাতীয়তা" নয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি চাই” এই শ্লোগানে গণতান্ত্রিক যুব ফোরাম,হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলা শাখার উদ্যাগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞান প্রসাদ চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা শাখার সভাপতি সজিব চাকমার সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা শাখার অর্থসম্পাদক অনন্ত চাকমা ও ইউপিডিএফ এর দীঘিনালা ইউনিটের সংগঠক দীপন চাকমা

মানিকছড়ি : পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা গনতান্ত্রিক যুব ফোরাম এর সভাপতি শুভ চাকমা'র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অনিমেষ চাকমা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন,ইউপিডিএফ এর মানিকছড়ির সংগঠক সুদিপ্ত ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সমর চাকমা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক শান্ত চাকমা প্রমুখ।

অপরদিকে সকাল ১০টার সময় রামগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,ইউপিডিএফ এর রামগড় উপজেলার সমন্বয়ক অপু ত্রিপুরা, সংগঠক দবন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম এর রামগড় উপজেলা সভাপতি সুরেশ চাকমা, গুজাপাড়া কার্বারী সুরেন্দ্র ত্রিপুরা, ইউপি সদস্য লাব্রেচাই মারমা ও পিসিপি'র উপজেলা সভাপতি নরেশ ত্রিপুরা প্রমুখ।
--------------





0/Post a Comment/Comments