""

বান্দরবানে ‘মগ পার্টির’ হামলায় আহত ২৪


বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘মগ পার্টির হামলায়’ অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে জনপ্রতিনিধি অভিযোগ করেছেন।

উপজেলার তারাছা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড সদস্য আরেমং মারমা বলেন, ঘেরাওমুখ পাড়া এলাকায় রোববার রাত ৮টার দিকে এই হামলা হয়।

ওয়ার্ড সদস্য অভিযোগ করেন, “মগ পার্টির ২০-২৫ জনের একটি দল হঠা এসে পাড়াবাসীদের মারধর করে। এতে কারও কারও হাত ভেঙ্গে গেছে। কারওবা মাথা কেটে গেছে। তাদের মধ্যে ১৭ জনকে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

বাকি সাতজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ওয়ার্ড সদস্য বলেন, “ঘেরাওমুখ ওই ইউনিয়নে সবচেয়ে বড় পাড়া। সেখানে প্রায় ৯০টি মারমা পরিবার রয়েছে। মারধরের খবর ছড়িয়ে পড়লে পাড়াবাসী এগিয়ে আসে। এ সময় সাত-আট রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে দুর্গম পাহাড়ের দিকে চলে যায় হামলাকারীরা।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে বলে তিনি জানান।

জেলা শহরে ভাড়া বাসায় থাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উথোয়াইচিং মারমা বলেন, “এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে বলে স্থানীয়দের কাছে খবর পেয়েছি।”

তবে কেউ থানায় অভিযোগ করেনি বলে পুলিশ জানিয়েছে।

রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার লোকজন অভিযোগ করেছেন, কথিত এই মগ পার্টির সদস্যরা এলাকায় চাঁদাবাজি ও অপরহণের সঙ্গে জড়িত। ভয়ে কেউ কিছু বলতে চায় না। তাদেরকে প্রভাবশালী কিছু ব্যক্তি প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।








0/Post a Comment/Comments