আজ মঙ্গলবার (৩১
ডিসেম্বর ২০১৯) এক বিবৃতিতে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, কতিপয়
সংবাদ মাধ্যমে পেক্ষ্যা চাকমাকে ইউপিডিএফের সদস্য উল্লেখ করে যেভাবে গ্রেফতারের
বর্ণনা দেয়া হয়েছে তা সঠিক নয়।
পেক্ষ্যা চাকমা কোন সময়
ইউপিডিএফের সাথে যুক্ত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, লক্ষ্মীছড়ির হাটের দিন গত
রোববার পেক্ষ্যা চাকমা বাজারে গেলে তাকে বিকেল ৩টার দিকে ‘কথা আছে’ বলে স্থানীয়
ক্যাম্পে ডেকে নেয়া হয়। পরে ভোররাত ৩টার দিকে তাকে তার নিজ গ্রাম সমুরপাড়ায় নেয়া
হয়।
তার কাছ থেকে অস্ত্র,
গুলি ও রশিদ বই উদ্ধারের দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে ইউপিডিএফ নেতা তার আত্মীয়দের
বরাতে জানান এবং বলেন পেক্ষ্যা চাকমা মূলত লাকড়ি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে
থাকেন।
অংগ্য মারমা অবিলম্বে
গ্রেফতার পেক্ষ্যা চাকমার মুক্তি, তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার
এবং ইউপিডিএফসহ সাধারণ নিরীহ জনগণের উপর বর্বর দমনপীড়ন বন্ধের দাবি জানান।
--------