![]() |
গতকাল (২৮ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাক শ্রমিক উৎপল তঞ্চঙ্গ্যা। ছবি: সংগৃহিত |
চট্টগ্রাম, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের সিইপিজেড এলাকার এলসিবি (LCB) গার্মেন্টসে উৎপল তঞ্চঙ্গ্যা নামে এক পাহাড়ি পোশাক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েও ছুটি না পেয়ে দুর্বল শরীর নিয়ে কাজে যেতে বাধ্য হন। পরে শারিরীক অবস্থা সংকটাপন্ন হলে তৃতীয়বার ছুটির আবেদনের পর গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে ছুটি দিলেও চিকিৎসারত অবস্থায় মৃত্যবরণ করেন তিনি।
তিনি উক্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং হেলপার পদে কাজ করতেন। তার বাড়ি
রাঙামাটির রাজস্থলী বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র জানায়, উৎপল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শরীর দুর্বল থাকায় রবিবার
(২৭ এপ্রিল) গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তার
আবেদন গ্রহণ করেনি। ফলে চাকরি হারানোর ভয়ে তিনি বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই কাজে যোগ
দেন।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) সকালে আরও দুর্বল শরীরে দ্বিতীয়বার ছুটির আবেদন
করেন উৎপল। তবে ফের ছুটি না দিয়ে তাকে জোর করে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়।
![]() |
এলসিবি (LCB) গার্মেন্টস কারখানা। ছবি: সংগৃহিত |
এরপর দুপুর ১:০০টার দিকে তার শরীরের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়লে তিনি কান্নাজড়িত কণ্ঠে তৃতীয়বার ছুটির আবেদন করেন। অবশেষে বিকেল চারটায় ছুটি পান, কিন্তু তখন উৎপলের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না।
পরবর্তীতে তাকে দ্রুত বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে
চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর এলসিবি গার্মেন্টসের বিরুদ্ধে শ্রমিক নির্যাতন
এবং মানবিকতার চূড়ান্ত অবহেলার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এটাকে
কাঠামোগত হত্যাকাণ্ড উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।