""

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবি দাবি জানিয়েছেন লংগদুর কাট্টলী এলাকাবাসী

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ৱ


রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী এলাকাবাসী ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে ঐক্যের দাবি জানিয়েছেন।

 আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টার সময় আয়োজিত এক সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

 ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ঐক্যের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইউপি মেম্বার সাধন কুমার চাকমার সভাপতিত্বে ও এ্যাপোলো চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী প্রভাত কুসুম চাকমা ও উত্তম চাকমা প্রমুখ।

বক্তারা ভাইয়ে ভাইয়ে সংঘাত-হানাহানি বন্ধ করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার দাবি জানান।  

তারা বলেন পার্বত্য চট্টগ্রাম বসবাসরত জাতিসত্তাগুলোর অস্তিত্ব রক্ষা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সকল আঞ্চলিক দলকে ঐক্যবব্ধ হতে হবে। সরকার সংঘাত লাগিয়ে দিয়ে যেভাবে নিপীড়ন-নির্যাতন জারি রেখেছে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে।

 সমাবেশে শেষে একটি র‌্যালিরও আয়োজন করা হয়। 





0/Post a Comment/Comments