""

গুইমারায় ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন খুলে নিল সেনাবাহিনী!


গুইমারা প্রতিনিধি
।। খাগড়াছড়ির গুইমারার বিভিন্ন এলাকায় ইউপিডিএফের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো ফেস্টুন খুলে নিয়ে গেছে সেনাবাহিনী।

জানা গেছে, ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আজ শনিবার (২৬ ডিসেম্বর ২০২০) সকাল থেকে গুইমারার দেওয়ান পাড়া, তৈমাতাই ১নং রাবার বাগান,রেংখুং, জগন্নাথ মন্দির, ১নং বাইল‍্যাছড়ি কুকিছড়া স্কুল, ভাঙা ব্রীজ এবং বৌদ্ধ মন্দির, বুদ্ধধন কার্বারী পাড়া,থলি বাড়ি, বিনয় চেয়ারম্যান পাড়া, তাংতুং, রেংখুং এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।

এ সময় টহলরত সেনা সদস্যরা দেওয়ান পাড়া, মন্দির রোড, সাইনবোর্ড স্কুল পাড়া, রামেছু বাজার, আমতলী পাড়া এলাকায় টাঙানো ফেস্টুনগুলো খুলে নিয়ে যায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের প্রতি শুভেচ্ছাসহ বিভিন্ন শ্লোগান লেখা এসব ফেস্টুন টাঙানো হয়েছিল।

এছাড়া লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকেও গতরাতে লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা ফেস্টুন খুলে নিয়ে যায় বলে জানা গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।






0/Post a Comment/Comments