জানা যায়, গতকাল শনিবার (২৬ জুন ২০২১) আনুমানিক সকাল ৮ টার সময়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিভুক্ত কোজোইছড়ি বিজিবি ক্যাম্পের ১২ জন বিজিবি সদস্য উক্ত বিহারে গিয়ে বিহারের অধ্যক্ষ তারেং ভিক্ষুকে বিহারের প্রাচীর নির্মাণ কার্য বন্ধ করতে এবং ইতিমধ্যে যেটুকু ওয়াল দেয়া হয়ে গেছে তা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়ে চলে যায়।
আজ রবিবার (২৭ জুন) সকালে বিজিবি সদস্যরা আবার উক্ত স্থানে যায় এবং তাদের নির্দেশমত নির্মাণকৃত ওয়াল না ভাঙার কারণে তারা নিজেরা লাথি মেরে নির্মাণাধীন ওয়ালটি ভেঙে দেয়। এসময় বিজিবি সদস্যরা হুমকি দিয়ে বলে যে, ‘উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে উক্ত বিহারে কোন প্রকার সীমানা প্রাচীর তৈরি করা যাবে না। যদি এই নির্দেশ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চালানো হয় তাহলে সে সাধারণ জনগণ হোক অথবা বৌদ্ধ ভিক্ষু হোক কাউকে ছাড় দেয়া হবে না’।
বিহারাধ্যক্ষ তারেং ভান্তের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে বিহারের জায়গা বেদখলের পাঁয়তারা চালানো হচ্ছে। প্রায় সময়ই তাঁকে প্রশাসনের বিভিন্ন মহল থেকে বিহার জায়গা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়’। বিহারের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীরটি স্থাপন করা হচ্ছিল বলেও তিনি জানান।
এদিকে, আগামীকাল সোমবার বিজিবি ও সেনাবাহিনীর একটি যৌথ দল পূনরায় জায়গাটি পরিদর্শন করার কথা রয়েছে বলে জানা গেছে।