মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। মহালছড়িতে ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলার মাধ্যমে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর অপচেষ্টার প্রতিবাদে এলাকাবাসী আজ সোমবার (৩০ আগসট ২০২১) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
“শাসকগোষ্ঠীর ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেয়ার ষড়যন্ত্র প্রতিহত কর, ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল” এই শ্লোগানে আয়োজিত বিক্ষোভ মিছিলে তারা ‘ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ কর’; ‘ভ্রাতৃঘাতি সংঘাতের উস্কানি দেয়া বন্ধ কর’, ‘বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোল’; ‘জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের চক্রান্ত নস্যাৎ কর’ ‘ভূমি বেদখলের বিরুদ্ধে সংগ্রাম কর’... ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় এলাকাবাসী বলেন, আমরা জুম্ম দলগুলোর মধ্যে আর সংঘাত-হানাহানি চাই না। আমরা ঐক্য চাই।
তারা বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে জুম্মদের ঐক্য বিনষ্ট করতে নানা চক্রান্ত চালাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রাখা। এক্ষেত্রে তারা অনেকটা সফল হয়েছে। কিন্তু জনগণের ঐক্যের আহ্বানে ভ্রাতৃঘাতি সংঘাত যখন বন্ধ হওয়ার পথে তখনই শাসকগোষ্ঠী নতুন করে সংঘাত বাঁধিয়ে দেয়ার চক্রান্ত করছে। যার প্রমাণ হচ্ছে গতকাল মাইসছড়িতে ইউপিডিএফ কর্মীদের উপর সশস্ত্র হামলা। তাই আমরা আজকের এই বিক্ষোভের মাধ্যমে শাসকগোষ্ঠীর এই ঘৃণ্য ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।
এলাকাবাসী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্মদের অস্তিত্ব আজ চরম হুমকির সম্মুখীন। একদিকে ভূমি বেদখল করে উচ্ছেদ করা হচ্ছে, অপরদিকে অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত কর্মীদের উপর নানা দমন-পীড়ন চালানো হচ্ছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই আমরা সকল জুম্ম দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি- সংঘাতের পথ পরিহার করে ঐক্যবদ্ধ হোন, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলুন।
প্রসঙ্গত, গতকাল রবিবার (২৯ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে মাইসছড়ি ইউনিয়নের পাইন্দাপাড়া এলাকায় সেনা মদদপুষ্ট একদল সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আবারো জুম্ম দলগুলোর মধ্যে সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। শাসকগোষ্ঠীই নতুন করে এই সংঘাতের উস্কানি দিচ্ছে বলে এলাকাবাসী ধারণা করছেন।