ভ্রাতৃঘাতি সংঘাত শুরু না করতে জেএসএস সংস্কারবাদীদের প্রতি আহ্বান
দীঘিনালা প্রতিনিধি ।। খাগড়াছড়ির মহালছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে ইউপিডিএফের উপর হামলা চালিয়ে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেয়ার সেনা চক্রান্তের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও শান্তির সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিট।
সমাবেশ থেকে ভ্রাতৃঘাতি সংঘাত শুরু না করতে জেএসএস সংস্কারবাদীদের প্রতি আহ্বান জানানো হয়।
আজ রবিবার (২৯ আগস্ট ২০২১) বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে যুব নেতা সাধন চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের দীঘিনালা উপজেলার সংগঠক অনিক চাকমা ও সজিব চাকমা।
বক্তারা বলেন, ইউপিডিএফ বরাবরই সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে আসছে। পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল, অন্যায় দমন-পীড়ন, নারী নির্যাতন, পর্যটনের নামে পাহাড়ি উচ্ছেদসহ অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রাম জোরদার করার জন্য ঐক্যের কোন বিকল্প নেই। তাই আমরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারি সেজন্য সেনাবাহিনী নানা চক্রান্ত চালায়। যার পরিণতি হচ্ছে সংঘাত বাঁধিয়ে দিয়ে জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। তারই অংশ হিসেবে আজ সকালে মহালছড়িতে সশস্ত্র সন্ত্রাসী দিয়ে ইউপিডিএফের ওপর হামলা চালানো হয়েছে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ দৃঢ় প্রত্যয় নিয়ে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনকে নস্যাৎ করতে ইউপিডিএফের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত চালানো হচ্ছে। কিন্তু যতই খুন, গুম, অত্যাচার, নিপীড়ন চালানো হোক না কেন ইউপিডিএফের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। অধিকার প্রতিষ্ঠা না হওয়া ইউপিডিএফ আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর।
সমাবেশ থেকে বক্তারা জেএসএস সংস্কারবাদীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত হচ্ছে জুম্ম জাতির একটি মরণ ফাঁদ। সেনাবাহিনীর পাতা এই ফাঁদে পা দিয়ে নতুন করে সংঘাত শুরু করে জাতির ধ্বংস ডেকে আনবেন না। ইউপিডিএফ ও জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আসুন জাতির অস্তিত্ব রক্ষার লড়াই জোরদার করি।