""

দীঘিনালায় জীব বৈচিত্র্য রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনামূলক পোস্টারিং


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ।। খাগড়াছড়ির দীঘিনালায় জীব বৈচিত্র্য রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতার লক্ষ্যে উপজেলার বিভিন্ন জায়গায় হাতে লেখা পোস্টারিং করা হয়েছে।

দীঘিনালা পরিবেশ রক্ষা কমিটি এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি’র যৌথ উদ্যোগে এই পোস্টারিং করা হয়।

পোস্টারগুলোতে চাকমা ও বাংলা ভাষায় বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান লেখা রয়েছে। এর মধ্যে  ‘মা-বোনলক গমে চল, সংসার ঠিগ রাগ’; ‘পরিবেশের জন্য ক্ষতিকর রাস্তা বাঁধ নির্মাণ বন্ধ কর’; ‘মরা ঢেলাত ন’ধজ্জো, ওল ঐইয়্যে মানজো হধা ন’ শুঞো’, ‘ভুই-জমিন থিদেব্বর রাগঅ, জাত-সমাজ ঠিগে রাগঅ’; ‘মদ জুয়া বন্ধ কর, সমাজ জাতি রক্ষা কর’; ‘নাম তার সেগুন, সব গাছ করে খুন’; ‘ নিজর হরক শিগিলোই, মা’র ভাজ ন’ লুগেই’; ‘বেপরোয়া জুমচাষে বন ধ্বংস পরিবেশ ধ্বংস’…ইত্যাদি শ্লোগান রয়েছে।








Post a Comment